যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়াল

যুক্তরাজ্যে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়াল

ছবিঃ সংগ্রহীত

করোনা মহামারিতে যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। রোববার দেওয়া তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৮১৩ জন। অবশ্য প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও বেশি হবে। কারণ, ২০ হাজার মৃত্যু ঘটেছে শুধু হাসপাতালে, যারা করোনার চিকিৎসা নিতে এসেছিলেন। এর বাইরেও আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে, যা সরকারি হিসেবে আসেনি। খবর বিবিসির।

যুক্তরাজ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৫১ দিন আগে। এরপর আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। দেশটিতে এখন পর্যন্ত দেড় লাখ মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেও। অবশ্য দীর্ঘ চিকিৎসা ও কোয়ারেন্টাইনে থাকার মধ্য দিয়ে তিনি সুস্থ হয়ে উঠেছেন। সোমবার সকালে তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় ডাউনিং স্ট্রিটে ফিরবেন, শুরু করবেন কাজ।

করোনা নিয়ে সরকারি হিসাব অনুসারে, যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে এখন পর্যন্ত ২০ হাজার ৩১৯ জন মারা গেছেন। এরা সবাই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

ডাউনিং স্ট্রিটে প্রতিদিনের ব্রিফিংয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জানান, এই মৃতের সংখ্যা  করুণ ও ভয়ানক এক মাইলফলক। তিনি বলেন, এটিই শেষ নয়। তাই আমাদের ঘরে অবস্থান ও সামাজিক দূরত্ব মেনে চলা উচিত।

যদিও গত মাসে ব্রিটিশ সরকারের বিজ্ঞান বিষয়ক প্রধান উপদেষ্টা  স্যার প্যাট্রিক ভ্যালান্স বলেছিলেন, দেশে করোনা মহামারিতে মৃতের সংখ্যা ২০ হাজারের নিচে রাখতে পারলেও সেটিকে ‘ভালো ফলাফল’ বলা যাবে।

তবে সেই বিপদসীমা শনিবারই ছাড়িয়ে গেল ব্রিটেন। যদিও সরকারি হিসেবে হাসপাতালে মৃত্যুর ঘটনাগুলোই উঠে এসেছে। এই তালিকা থেকে বাদ পড়েছে ঘরে, কেয়ারহোম, পুনর্বাসন কেন্দ্র বা অন্যান্য জায়গায় মারা যাওয়া ব্যক্তিরা। হাসপাতালে মৃত সনদ পাওয়া ব্যক্তিদেরই শুধু সরকারি তালিকায় রেখে মৃতের সংখ্যা প্রকাশ করা হচ্ছে। সেই হিসেবে প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি।