৩ মন্ত্রীসহ করোনায় আক্রান্ত গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী

৩ মন্ত্রীসহ করোনায় আক্রান্ত গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী

ছবিঃ সংগ্রহীত

পশ্চিম অফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী ন্যুনো গোমেস নাবিয়াম ও মন্ত্রিসভার ৩ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অফ্রিকার কোনও দেশের শীর্ষস্থানীয় ব্যক্তির করোনায় আক্রান্ত হবার এটিই প্রথম ঘটনা।

করোনায় আক্রান্তের খবর নিজেই ফেইসবুকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নাবিয়াম। তিনি লিখেছেন- নভেল করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি এখন বাড়িতে আছি, ভালো আছি।

ছোঁয়াচে এই ভাইরাস খুব সহজে ছড়িয়ে পড়ে এবং বিস্তার লাখ করে বিধায় জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে নাবিয়াম বলেন, আপনাদের নিজের জীবন ও পরিবারের সদস্যদের জীবন রক্ষায় প্রত্যেকটি নির্দেশনা মেনে চলুন।

এছাড়া দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর করোনা ধরা পড়ার পর তিনি সহ অন্য ৩ জনকে রাজধানী বিসাউয়ের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত ৭০ জনের মাঝে করোনার সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে মৃত্যু হয়েছে একজনের।

এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনায় আক্রান্ত হন। শ্বাসকষ্টের জন্য তাকে হাসপাতালে আইসিওতে ভর্তি হয়। সুস্থ হয়ে রোববার তিনি কাজে যোগ দিয়েছেন।