সেনা কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম জানাজা

সেনা কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম জানাজা

ফাইল ছবি।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জানাজা চার স্থানে অনুষ্ঠিত হবে। দলের মহাসচিব মশিউর রহমান রাঙা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোট চারটি স্থানে তার (এরশাদ) জানাজার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। প্রথম জানাজা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে আজ রবিবার বাদ জোহর, দ্বিতীয় জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সোমবার সকাল ১০টায়, তৃতীয় জানাজা বায়তুল মোকাররম মসজিদে সোমবার বেলা ১১টায় এবং চতুর্থ জানাজা  রংপুর জেলা স্কুল মাঠে সোমবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। রংপুর থেকে ফিরে সোমবারই তাকে সামরিক করবস্থানে দাফন করা হবে।

এছাড়া আগামী ১৭ জুলাই গুলশান আজাদ মসজিদে তার কুলখানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব।

উল্লেখ্য, রবিবার সকাল পৌনে ৮টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।