করোনা মোকাবিলায় আরো ৫ কোটি টাকা দিলেন মেসি

করোনা মোকাবিলায় আরো ৫ কোটি টাকা দিলেন মেসি

ছবিঃ সংগ্রহীত

বিশ্বের অন্যান্য দেশের মতো আর্জেন্টিনাতেও করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে। এরই মধ্যে দেশটির তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে চুপচাপ বসে থাকতে পারেননি লিওনেল মেসি। হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য আরো ৫ কোটি টাকা দিয়েছেন তিনি। কিছুদিন আগে করোনা মোকাবিলায় ৯ কোটি টাকা সাহায্য করেছিলেন এই আর্জেন্টাইন তারকা। 

নিজের দাতব্য সংস্থা ‘লিওনেল মেসি ফাউন্ডেশন’-থেকে ‘টুগেদার ফর দ্য হেলথ অব আর্জেন্টিনা (আর্জেন্টিনা স্বাস্থ্য সুরক্ষায় সবাই একতাবদ্ধ)’-এর তহবিলে এই বড় অংকের টাকা দান করেছেন মেসি। দেশটির গারাহান ফাউন্ডেশন নামের এক সংস্থা তহবিলটির তদারকি করছে। 

আপাতত আর্জেন্টিনার ছয়টি হাসপাতালের মেসির টাকা দিয়ে করোনা রোগীদের সেবা দেওয়া হবে। এগুলো হলো- রোসারিওর প্রভিন্সিয়াল দেল সেন্তেনারিও হাসপাতাল, সান্তা ফের জোসে মারিয়া কুলেন হাসপাতাল, পেদিয়াত্রিয়া গারাহান হাসপাতাল, বুয়েন্স আয়ার্সের বাইসেন্তেনারিও দে এস্তেবান এচেভেরিয়া হাসপাতাল, জোনাল দেল আগুদোস গ্রাল কনস্তিতিউভেন্তেস ম্যানুয়েল বেলগ্রানো হাসপাতাল ও আলতা কমপ্লেহিদাদ কুয়েঙ্কা হাসপাতাল।

মেসির টাকায় হাসপাতালগুলোতে অক্সিজেন ট্যাংক, কম্পিউটার মনিটর, শ্বাসযন্ত্র, পিপিই কিট, মাস্ক ইত্যাদি কেনা হবে বলে জানা গেছে।