টুর্নামেন্ট সেরা উইলিয়ামসন

টুর্নামেন্ট সেরা উইলিয়ামসন

ফাইল ছবি

ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড? কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন? এতক্ষণে নিশ্চয় জেনে গেছেন। দম আটকানো, নাটুকে, রোমাঞ্চকর...কোনো উপমাই এই ফাইনালের আগে বড্ড বেমানান। এসব কিছু ছাপিয়ে দারুণ আরাধ্য ক্রিকেট বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখার আনন্দে মাতোয়ারা এখন পুরো ইংলিশ জাতি। অবশেষে তবে ‘ক্রিকেট ঘরে ফিরল’! 

টুর্নামেন্ট শেষের আগে আরও একটা ‘মিলিয়ন ডলার প্রশ্ন’ ক্রিকেট দুনিয়ার বাতাসে উড়ে বেড়িয়েছে। কে হবেন টুর্নামেন্ট সেরা? ক্রিকেট বিশ্বকাপের কর্তাব্যক্তিদের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচন করতে নির্ঘাত ঘুম হারাম হয়েছে! তালিকাটা যে ছিল দীর্ঘ— রোহিত শর্মা কিংবা ডেভিড ওয়ার্নার হলে মিচেল স্টার্ক কেন নয়? অলরাউন্ড নৈপুণ্যে সাকিব আল হাসানই বা কী দোষ করেছেন! এতসব নামের মধ্যে কেন উইলিয়ামসনের নামটাও মনে রাখতে হয়েছে সবাইকে। যার ওপর ভর করেই নিউজিল্যান্ডের এত দূরের পথ পাড়ি দেওয়া। পুরো বিশ্বকাপেই উইলিয়ামসন ছিলেন কিউই ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড। অন্যদের ব্যর্থতার দিনে ব্ল্যাকক্যাপ অধিনায়ক একাই টেনে নিয়ে গেছেন দলকে। গুরুত্বপূর্ণ সময়ে নিয়েছেন খুনে সব সিদ্ধান্ত। নিয়মিত বোলার নয় তিনি। তাই অলরাউন্ডার তকমাও তাঁর নামের পাশে নেই। কিন্তু অধিনায়কত্ব দিয়ে পূরণ করেছেন সেই শূন্যস্থান। শেষতক সাকিবদের হারিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার নিজের ঘরে তুলে নিলেন উইলিয়ামসনই।

পুরস্কার হাতে নিয়ে কেন উইলিয়ামসন বলেছেন, ‘নির্দিষ্টভাবে এটা শুধু একটা রানের ব্যাপারই নয়। ম্যাচের ছোট ছোট অনেক কিছুই আমাদের বিপক্ষে যেতে পারত।’ শিরোপা জয়ীদের অভিনন্দন জানাতেও ভুল করেননি নিউজিল্যান্ড অধিনায়ক। বললেন, ‘অসাধারণ একটা আয়োজনের জন্য ইংল্যান্ডকে অভিনন্দন।’ ইংল্যান্ডের পিচ নিয়েও কথা বলেন উইলিয়ামসন, ‘পিচ ভিন্ন আচরণ করেছে। যেটি আমরা আশা করিনি। তিন শর বেশি রান হওয়ার কথা অনেকেই বলেছিলেন। কিন্তু এত বড় স্কোর খুব বেশি ম্যাচে দেখা যায়নি।’
সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘নিউজিল্যান্ড দলকে ধন্যবাদ জানাতে চাই। পুরো টুর্নামেন্টে খেলোয়াড়েরা যে প্রতিদ্বন্দ্বিতা করেছে সত্যি অসাধারণ।’