আম্ফানে ২৪ জনের মৃত্যু

আম্ফানে ২৪ জনের মৃত্যু

ফাইল ছবি

বিধ্বংসী সুপার সাইক্লোন আম্ফানে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  বুধবার সন্ধ্যায় প্রবল গতিতে সুন্দরবন উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। সারারাত ধরে চলে এর তাণ্ডব। এ সময় ৯ জেলায় গাছ ভেঙে, দেওয়াল চাপা পড়ে এবং পানিতে ডুবে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঘূর্ণিঝড়ে লক্ষাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা ভেঙেচুরে একাকার হয়ে গেছে। ভারী বর্ষণ ও তীব্র জোয়ারের পানির তোড়ে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পৌনে ২ লাখ হেক্টর জমির ফসল। ভেসে গেছে চিংড়িসহ অন্যান্য মাছের কমবেশি ৭০ হাজার ঘের।

ঝড়ের সময় উপকূলীয় বিশাল এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে অনেক স্থানে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। তীব্র ঝড়ের মধ্যে লাখ লাখ মানুষের রাত কাটে উদ্বেগ-উৎকণ্ঠায়। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সাতক্ষীরা জেলার। সেখানকার চার উপজেলার কমপক্ষে ২৩ স্থানে বেড়িবাঁধ ভেঙে অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে।