মৌখিক পরীক্ষা

মৌখিক পরীক্ষা

ফাইল ছবি

সৌজন্যে:স্নিগ্ধা সাদিক

দুই পরীক্ষার্থী মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষা করছে । এমন সময় একজন কে ভেতরে ডাকা হল

External: ধর তুমি ট্রেনে করে যাচ্ছ, তোমার খুব গরম লাগল তো তুমি কি করবে ?

ছাত্র: স্যার, জানলা খুলে দেব।

External: খুব ভালো, ধরা যাক ঐ জানালার ক্ষেত্রফল 1.5 sq.m, ট্রেনের ডিব্বার ঘনফল 12m3, ট্রেনটি 80km/ hr. বেগে পশ্চিম দিকে যাচ্ছে আর বাতাস 5m/s বেগে দক্ষিণ দিকে বইছে, তাহলে ঐ ডিব্বা কতক্ষণে ঠান্ডা হবে?

ছাত্রটি উত্তর দিতে পারল না এবং ফেল করল।

ছাত্রটি বেরিয়ে এসে দ্বিতীয় ছাত্রকে প্রশ্নটা বলল। এবার দ্বিতীয় ছাত্রটি পরীক্ষা দিতে ঢুকল

External: ধর তুমি ট্রেনে করে যাচ্ছ, তোমার খুব গরম লাগল তো তুমি কি করবে ?

ছাত্র: স্যার, আমি কোট খুলে ফেলব।

External: তারপরও গরম লাগলে ..

ছাত্র: স্যার, শার্ট খুলে ফেলব..

External: তারপরও গরম লাগলে ..

ছাত্র: স্যার, গেঞ্জি খুলে ফেলব

External: তারপরও গরম লাগলে ..

ছাত্র: স্যার, গরমে মরে যাব তবু জানালা খুলব না ।

( সংগৃহীত)