যমুনায় নৌকাডুবি: আরো তিনজনের মরদেহ উদ্ধার

যমুনায় নৌকাডুবি: আরো তিনজনের মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় নৌকাডুবে নিখোঁজ আরো তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃত বেড়ে পাঁচজন হলো। এ ঘটনায় এখনো ১২ জন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ও বুধবার সকালে নদীর চর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গয়নাকান্দির পাষান আলী, শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের আমজাদ হোসেন ও নছি মোল্লা। টাঙ্গাইলের নাগরপুরের সূবর্ণতলীর শেখ কামাল।

চৌহালীর ইউএনও দেওয়ান মওদুদ আহম্মেদ জানান, নিখোঁজদের উদ্ধারে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি চৌহালী যাচ্ছিল। যমুনা নদীর স্থলচরে ঝড়ো বাতাসের কারণে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক ৫৪ জনকে জীবিত ও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।