যশোরে করোনা উপসর্গ নিয়ে এক মহিলার মৃত্যু

যশোরে করোনা উপসর্গ নিয়ে এক মহিলার মৃত্যু

ছবিঃ সংগ্রহীত

যশোর প্রতিনিধি:যশোরে করোনা উপসর্গ নিয়ে সেলিনা বেগম নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত সেলিনা বেগম গত পরশুদিন বিকালে করোনার উপসর্গ জ্বর,শ্বাসকষ্ট নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। গতকাল রাতে তিনি মারা যান। তার বাড়ী শহরের নীলগঞ্জ এলাকায়। তার বয়স ৩০ বছর। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।  করোনা উপসর্গ  নিয়ে যশোরে এ পর্যন্ত মৃত্যুবরন করছেন ৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ১০৪ জন। আইসোলেশনে ভর্তি আছেন ৯ জন। সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৬৭ জন।

যশোরে ১০৪ জনের মধ্যে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২ জন। অভয়নগর উপজেলায় ৮ জন ,বাঘারপাড়ায় ৩ জন,চৌগাছায় ১৬ জন ,সদরে ৪ জন, ঝিকরগাছায় ৭ জন,কেশবপুরে ১৩ জন ,মনিরামপুরে ১১ জন ও শার্শায় ১০ জন। ১৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৬৭ জন।