খুলে দেয়া হলো আল-আকসা মসজিদ

খুলে দেয়া হলো আল-আকসা মসজিদ

ছবিঃ সংগ্রহীত

খুলে দেয়া হলো জেরুসালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ। করোনাভাইরাসের মহামারীর কারণে বন্ধ করে দেয়ার দুই মাস পর রোববার ফজরের নামাজের আগে মসজিদটির চত্বর খুলে দেয়া হয়।

ফজরের নামাজের কয়েক ঘণ্টা আগে মুসল্লিদের মসজিদ চত্বরে প্রবেশ করার অনুমতি দেয়া হয়। মুসল্লিদের সবাই ছিলেন মাস্ক পরিহিত। এ সময় মুসল্লিদের অভিনন্দন জানান আল-আকসার মসজিদের পরিচালক ওমর আল-কিসওয়ানি।

মুসলিমদের জন্য সৌদি আরবের মক্কা ও মদিনার পর তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ভাবা হয় পবিত্র আল-আকসাকে। আল-আকসার মসজিদ চত্বরটি অবস্থিত ইসরাইল অধিকৃত পূর্ব জেরুসালেমে।

করোনা মহামারীর কারণে গত মার্চে মসজিদটির চত্বর বন্ধ করে দেয় ইসরাইল কর্তৃপক্ষ। আলজাজিরা