বাসায় বসে বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা পাবেন নগরবাসী

বাসায় বসে বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা পাবেন নগরবাসী

সংগৃহীত ছবি

ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হলে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে হটলাইন নম্বরে (০৯৬১১০০০৯৯৯) ফোন দিয়ে জানানোর পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সোমবার ডিএসসিসির নগর ভবনে বিশেষ প্রাথমিক চিকিৎসা সেবা পক্ষ-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, নগরবাসীর কাছে অনুরোধ, ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরুন। আমাদের হট নম্বরে ফোন দিয়ে জানান, স্বাস্থ্যকর্মী আপনার বাসায় পৌঁছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্র দেবেন।

তিনি বলেন, যারা ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, তাদের চিকিৎসাসেবা প্রদানে ৬৮টি মেডিকেল টিম গঠন করেছি।

‘এ মেডিকেল টিম আমাদের ৪৭৬টি কেন্দ্রে বিনামূল্যে ওষুধ দেবে। যদি আমাদের স্বাস্থ্যকর্মীরা মনে করেন, কোনো রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হবে, তাহলে আমাদের মহানগর জেনারেল হাসপাতাল ও শিশু হাসপাতালে বিনামূল্যে ভর্তি করা হবে।’

সাঈদ খোকন বলেন, তাই কেউ এ রোগে আক্রান্ত হলে আমাদের হটলাইন নম্বরে কল দিন। আমাদের মেডিকেল টিম আপনার বাসায় পৌঁছে যাবে।

তিনি বলেন, শুধু ডেঙ্গু রোগী নয়, যদি আবহাওয়াজনিত কোনো রোগ যেমন: সর্দি, জ্বর হয়, সেগুলোরও প্রাথমিক চিকিৎসা দেয়া হবে।