করোনায় মারা গেলেন ‘মুন্নি বদনাম হুয়ি’র সংগীত পরিচালক ওয়াজিদ খান

করোনায় মারা গেলেন ‘মুন্নি বদনাম হুয়ি’র সংগীত পরিচালক ওয়াজিদ খান

ছবি:সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুরকার ও সংগীত পরিচালক ওয়াজিদ খান। তার বয়স হয়েছিল ৪১ বছর।

মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওয়াজিদ খান। তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন সেলিম মারচেন্ট। তিনি লিখেছেন, ‘সাজিদ-ওয়াজিদ পরিচয়ে জনপ্রিয়তা পাওয়া ওয়াজিদ খানের চলে যাওয়ার খবরে ভেঙ্গে পড়েছি। আল্লাহ আপনার পরিবারকে সহ্য করার শক্তি দেক। যাত্রা নিরাপদ হোক ভাই। অনেক জলদি চলে গেলেন। অনেক বড় ক্ষতি হয়ে গেল।’

ওয়াজিদ খানের মৃত্যুর খবরে প্রিয়াংকা চোপড়াও টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘ভয়াবহ খবর। ওয়াজিদ ভাইয়ের হাসি মনে পড়বে সবসময়। হাসিখুশি থাকতেন তিনি। অনেক জলদি চলে গেলেন। তার পরিবারের জন্য সান্ত্বনা। শান্তিতে থাকুন।’

ললিত পণ্ডিতের সাথে মুন্নি বদনাম হুয়ি (দাবাং) গানের সংগীত পরিচালনা করেছিলেন ওয়াজিদ খান। এছাড়াও মুন্না বদনাম হুয়া (দাবাং থ্রি), সুরিলি আখিও ওয়ালে (বীর), মাশাআল্লাহ (এক থা টাইগার), সোনিকে নাখরে (পার্টনার) সহ বহু জনপ্রিয় গানের সংগীত পরিচালক ছিলেন তিনি।