চৌগাছা-পুড়াপাড়া সড়কে কার্টুন ভর্তি নবজাতক উদ্ধার

চৌগাছা-পুড়াপাড়া সড়কে কার্টুন ভর্তি নবজাতক উদ্ধার

ছবি : সংবাদাতা

যশোরের চৌগাছা-পুড়াপাড়া সড়কের শ্যামনগর মোড়ের একটি পাটক্ষেত থেকে কার্টুনে ভর্তি একটি নবজাতক উদ্ধার করেছে স্থানীয় কৃষকরা। পরে মহেশপুর থানা পুলিশ সেটি উদ্ধার করেছে। তবে মহেশপুর থানার ওসি মোরশেদ খান বলেছেন ওটি নবজাতক নয় ভ্রুণ।

মঙ্গলবার পাঁচটার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের শ্যামনগর মোড়ের পুড়াপাড়া ফিলিং ষ্টেশনের পাশের একটি পাটক্ষেত থেকে কৃষকরা কার্টুন ভর্তি ওই নবজাতককে উদ্ধার করে।

স্থানীয়রা জানান মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চৌগাছা-পুড়াপাড়া সড়কের শ্যামনগর মোড়ে অবস্থিত পুড়াপাড়া ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় পাশ্ববর্তী চুটারহুদা গ্রামের এনামুল নামে এক ব্যক্তি নিহত হয়। আশেপাশের চৌগাছা ও মহেশপুর উপজেলার কয়েকটি গ্রামের মানুষ সেই মৃতদেহ দেখতে ভীড় জমায়। এরই কোন এক সময় কেউ কার্টুনে ভর্তি প্রায় পরিপক্ক ওই নবজাতকটিকে ফেলে রেখে যায়। পরে ওই মাঠে কর্মরত কৃষকরা কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বিকাল ৫টার দিকে কার্টুনটি দেখতে পেয়ে পাকা সড়কে নিয়ে এসে খুলে দেখেন কার্টুনের মধ্যে প্রায় পরিপক্ক একটি ফুটফুটে নবজাতকের নড়াচড়া বিহীন দেহ রয়েছে। সেটির হাত-পা-মুখ-মাথা সবই স্পষ্ট বোঝা যাচ্ছে।