দুর্নীতির দায়ে পাকিস্থানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেফতার

দুর্নীতির দায়ে পাকিস্থানের সাবেক  প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেফতার

সংগৃহীত ছবি

  

দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসিকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতির দমন সংস্থা। বৃহস্পতিবার সংস্থাটির এক মুখপাত্র এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। তার গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত প্রকাশিত হয়নি। তবে তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) থেকে গ্রেপ্তারি পরোয়ানাটি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অপরাধেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৭ সালে নওয়াজ শরিফের পদত্যাগের পর এক বছরেরও কম সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্বাসি। লাহোরে এক সংবাদ সম্মেলনে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। দলের এক সিনিয়র সংসদ সদস্য সাংবাদিকদের বলেন, তারা এসে নিজেদের এনএবি সদস্য দাবি করে ও শহিদ আব্বাসিকে নিয়ে চলে যায়।