কুবি আইটি সোসাইটির নেতৃত্বে শিহাব-রাশেদ

কুবি আইটি সোসাইটির নেতৃত্বে শিহাব-রাশেদ

ছবিঃশিহাব-রাশেদ

 কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তথ্য প্রযুক্তি বিষয়ক একমাত্র সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি’র ২০২০ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা করেছে। নতুন কমিটিতে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলোজি বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মো. শিহাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে একই বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ রাশেদুল হাসান দায়িত্ব পেয়েছেন। শনিবার সংগঠনটির ফেইসবুক পেইজে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। নব গঠিত কমিটিতে সহ-সভাপতি পদে আছেন ইশতিয়াক আহমেদ (ইংরেজি-১১), রাকিব মিয়া( সিএসই-১১), শাহাদাত হোসাইন (আইন-১১)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন আকিব হাসান (আইসিটি-১২), নাজমুল আলম হৃদয় (প্রত্নতত্ত্ব-১২)। সাংগঠনিক সম্পাদক পদে আছেন নাজমুল ইসলাম নাইম (আইসিটি-১২), আসমা আক্তার মুক্তা (নৃবিজ্ঞান-১২), ফরহাদ আহমেদ (আইসিটি -১২), যোগাযোগ ও মিডিয়া সম্পাদক মো. আল আমিন(এমসিজে-১১)। অর্থ সম্পাদক অর্পিতা সাহা (আইসিটি -১২)। দপ্তর সম্পাদক সাদিয়া আফরিন জেরিন (আইসিটি-১২) প্রচার সম্পাদক মেহেনিগার আলম (আইসিটি-১৩)। এছাড়াও কার্যকরী সদস্য পদে আছেন আরো ছয়জন সদস্য। বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি ফাহমিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন এ কমিটি ঘোষণা করেন। ফেসবুক লাইভে অতিথি হিসেবে ছিলেন আইসিটি বিভাগের শিক্ষক মো. রাকিব হাসান এবং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সায়েদ মাখদুম উল্লাহ।