এয়ার ফ্রান্সে প্রায় সাড়ে ৭ হাজার কর্মী ছাঁটাই

এয়ার ফ্রান্সে প্রায় সাড়ে ৭ হাজার কর্মী ছাঁটাই

ছবিঃ সংগ্রহীত

করোনাভাইরাস সবচেয়ে বেশি আঘাত হেনেছে এখন পর্যন্ত বিমান ব্যবসায়। ফ্রান্সের প্রতিষ্ঠান এয়ার ফ্রান্স কোম্পানি প্রায় সাড়ে সাত হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে।

এটা ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন।

একটি বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, ব্যবসা পুনরায় যে গতিতে চালু হচ্ছে তা খুবই ধীর। অতএব এখন কর্মী ছাঁটাই ছাড়া কোনো উপায় দেখছে না। এটা আরো তিন বছর বহাল থাকবে।

যাতায়াতে যেসব বিধিনিষেধ আনা হয়েছে তাতে স্বয়ংক্রিয়ভাবে ক্রেতার চাহিদাও বদলাবে এসব ব্যাপারের সাথে মানিয়ে নিতে সময় লাগবে। সূত্র : বিবিসি