পদ্মায় নৌকা ডুবিতে নিখোঁজের চারজনের মধ্যে একজনের লাশ উদ্ধার

পদ্মায় নৌকা ডুবিতে নিখোঁজের চারজনের মধ্যে একজনের লাশ উদ্ধার

ছবি : সংবাদাতা

পদ্মায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে একজনের মৃতদেহ আজ বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে। মঙ্গলবার (৭ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধারকৃত ব্যাক্তি হলো শরিফুল ইসলাম। তিনি ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউননিয়নের জামালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

আজ বুধবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে কুমারখালী উপজেলার চরসাদিপুর পদ্মা নদীতে ঘটনাস্থলে দেড় কি.মি. ভাটিতে লাশটি ভেসে ওঠে। এরপর স্থানীয়রা পাবনা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তাদের উদ্ধারকারী দল লাশটি উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, মঙ্গলবার সকালে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধারে ডুবুরি দলসহ ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। বুধবার দুপুর ১টায় একজনের লাশ উদ্ধার হলেও এখনও তিনজনের লাশ নিখোঁজ রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা নদীর চর সাদিপুর এলাকায় ডিঙি নৌক ডুবে যাওয়ার ঘটনায় ১৩ জনের মধ্যে ৯ শ্রমিক সাঁতরে এবং স্থানীয়দের সাহায্যে উদ্ধার হলেও সাঁতার না জানায় চারজন পানিতে ডুবে নিখোঁজ হয়।