৭ কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে ঢাবিতে তালা

৭ কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে ঢাবিতে  তালা

ছবি সংগৃহিত।

 

সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো একাডেমিক ও প্রশাসনিক ভবনের ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার সকালে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলাভবন, ব্যবসায় অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ, মোকাররম ভবন, মোতাহার হোসেন ভবনসহ অন্যান্য একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এরপর তারা বিক্ষোভ শুরু করে।

এর আগে, রবিবার সকালেও আন্দোনকারীরা কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদের প্রধান ফটকে তালা ঝুঁলিয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন।

আন্দোলনকারীদের মুখপাত্র ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. শাকিল মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, "এখন প্রশাসন থেকে বলা হচ্ছে সাত কলেজকে আলাদাভাবে পরিচালনা করা হবে। কিন্তু আমাদের দাবি ছিল সাত কলেজের অধিভুক্তি বাতিল করা। আমরা মনে করি সাত কলেজের অধিভুক্তি বাতিল করলেই সব সমস্যার সমাধান হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব।'