হাসতে হাসতে ২৫ শিক্ষার্থী অজ্ঞান

হাসতে হাসতে ২৫ শিক্ষার্থী অজ্ঞান

ছবি: সংগৃহীত

কুমিল্লায় একটি বিদ্যালয়ে হাসতে হাসতে ২৫ ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলেছে।  বিদ্যালয়ের শ্রেণি কক্ষে ক্লাস নেয়ার সময় হঠাৎ শুরু হয় শিক্ষার্থীদের হাসাহাসি। এসময় শিক্ষকসহ অন্যরা অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সোমবার দুপুরে কুমিল্লা সদর উপজেলায় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির মেয়েদের কক্ষে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চক্রবর্তী জানান, সোমবার টিফিন পিরিয়ড শেষে পাঠদান শুরু হয়। দুপুর আড়াইটায় অষ্টম শ্রেণির মেয়েদের ক্লাসে পাঠদান করছিলেন শিক্ষক সুধাংশু ভূষণ দাস। হঠাৎ শ্রেণিকক্ষে দুই-তিন জন শিক্ষার্থী হাসাহাসি শুরু করে। শ্রেণি শিক্ষক হাসির কারণ জানতে চাইলে, অন্যরাও হাসি শুরু করে। হাসতে হাসতে একের পর এক অসুস্থ হয়ে পড়ে ২৫ শিক্ষার্থী। পুরো বিদ্যালয়ে এ সময় আতঙ্ক সৃষ্টি হয়। শিক্ষকসহ অন্যরা অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।