মধ্যরাতে সাহেদকে নিয়ে অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

মধ্যরাতে সাহেদকে নিয়ে অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

প্রতারণা মামলায় আটক মো. সাহেদ

প্রতারণার অভিযোগে আটক রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে নিয়ে শনিবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযানে মদ, ফেন্সিডিল ও পিস্তল উদ্ধার হওয়ায় দুইটি মামলা হয়েছে।

উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, রাতে ডিবি সদস্যরা সাহেদকে নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের ৬২ নম্বর বাসার সামনে অভিযান চালায়। সেখানে সাহেদের নিজস্ব সাদা প্রাইভেটকার ছিল। সেই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ডিবির সদস্যরা ৫ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেন্সিডিল ও একটি পিস্তল এবং একটি গুলি উদ্ধার করে।  এরপরই অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়। এই থানায় এ পর্যন্ত সাহেদের বিরুদ্ধে ৫ টি প্রতারণাসহ মোট ৭ টি মামলা হয়েছে।