দুদকের জিজ্ঞাসাবাদে কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালকসহ ২ জন

দুদকের জিজ্ঞাসাবাদে কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালকসহ ২ জন

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে করোনাভাইরাস থেকে সুরক্ষায় এন৯৫ মাস্ক ও পিপিইসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী কেনায় দুর্নীতির অভিযোগ সম্পর্কে কেন্দ্রীয় ঔষধাগারের উপ-পরিচালক ও পিঅ্যান্ডসি ডা. মো. জাকির হোসেন এবং সিনিয়র স্টোর কিপার মো. ইউসুফ ফকিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ সোমবার সকালে তারা রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসলে জিজ্ঞাসাবাদ শুরু হয়৷

দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তদের জিজ্ঞাসাবাদ করছেন।

উপ-পরিচালক ও সিনিয়র স্টোর কিপার ছাড়াও আজ সোমবার জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক মেডিকেল অফিসার (চিফ কো-অর্ডিনেটর) ডা. জিয়াউল হককে৷

গত ১২ জুলাই দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর স্বাক্ষরে এক তলবি নোটিশের মাধ্যমে এসব কর্মকর্তাকে তলব করা হয়।