মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ

ফাইল ছবি

ঢাকা-বরিশাল নৌপথের মেঘনা নদীর ইলিশা চ্যানেলে এমভি সুন্দরবন-১০ লঞ্চের সাথে একই রুটের এমভি মানামী নামে একটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটানা ঘটে বলে বরিশাল নদী বন্দর সূত্রে জানা গেছে। এতে কেউ হতাহত হয়নি।

জানা যায়, ঢাকা থেকে সহস্রাধিক যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল দুটি লঞ্চ। মেঘনার ইলিশা চ্যানেলের কাছে এসে এমভি মানামী লঞ্চ সুন্দরবন-১০ লঞ্চকে ওভারটেক করতে গিয়ে ডুবো চরে আটকে যায়। চর থেকে নামানোর জন্য মানামী লঞ্চটিকে উচ্চ গতিতে পেছনের দিকে ধাবিত করা হলে সুন্দরবন-১০ লঞ্চের পেছনের অংশে আঘাত হনে এমভি মানামী। এতে সুন্দরবন-১০ এবং মানামী লঞ্চের পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। 

দুর্ঘটনার পর লঞ্চ দুটি বৃহস্পতিবার ভোরে বরিশাল নদী বন্দরে এসে পৌঁছায়। এরপর যাত্রীদের নিরাপদে নামিয়ে দেয়া হয়। 

বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ লঞ্চ দুটি পরিদর্শন করেছেন। বিআইডব্লিউটিএ’র ছাড়পত্র না পাওয়া পর্যন্ত দুই লঞ্চের যাত্রা স্থগিত করা হয়েছে বলে জানান বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ।