"মানবতার আলিঙ্গন"

"মানবতার আলিঙ্গন"

এম. আই. সুমন

দুঃসহ স্মৃতিতে কাটছে জীবন
চুরমার হচ্ছে ধরণীর রাঙ্গা,
ঝরে যাক সকল গ্লানি আর ছোবল,
দূর হোক ঈদে বিষাক্ত দাঙ্গা।

ঘরে থেকে সুস্থ থেকে আসুকনারে
একতার অটুট বন্ধন,
কোটি মানবের হৃদ মাজারে চলুকনা
খানিক প্রীতি স্পন্দন।

জনে জনে বিলাইবরে মন
বয়ে যাকনারে খুশীর জোয়ার,
ক্ষণে ক্ষণে হোক করোনা পতন
জ্বলুকনারে সদা সতর্ক দুয়ার।

ওরে করুণা নয়,ন্যায্যটা যেন
পাওনা হয়ে রয় সব দরিদ্রের,
যেন প্রেরণাময় শিক্ষাটুকুন
কুরবানীতেই হয় ভবিষ্যত প্রজন্মের।

ঈদের ধারায় চলুক সম্প্রীতি
বাকী কর্মে ফুটুক আজীবন,
সুস্থ মায়ায় দূর হোক অশান্তি
মানবতার ঘটুক আলিঙ্গন। 

সোনার ধরায় রবে কে কোথায়
আজন্ম কিংবা চিরন্তর,
সময় ফুরায়, ভবে-রে কাঁদায়
বিদায়ী ব্যাথায় নিরন্তর।

তাই উৎসবের ঈদে জমুকনা রে
জীবিত সব শ্রেষ্ঠ প্রাণের,
ঠাঁই যেন পায় সকল শ্রেণীরে
সজ্জিত রউক নির্মল মনের।

কবি: শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়।