প্রিয় সাহাকে নিরাপত্তা দেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

প্রিয় সাহাকে নিরাপত্তা দেবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

প্রিয় সাহা

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘প্রিয় সাহা বাংলাদেশে এলে তাঁকে গ্রেপ্তার করা হবে কি না, তা যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে। আমরা বলেছি তাঁকে গ্রেপ্তারের কোনো পরিকল্পনা আমাদের নেই।

মার্কিন প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে বিভ্রান্তকর তথ্য উপস্থাপনকারী প্রিয় সাহার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে কি না? জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আজ বুধবার বিকেলে তাঁর দপ্তরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র সরকার আয়োজিত ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের পর যুক্তরাজ্য ও মাল্টা সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সকালে দেশে ফেরেন। আব্দুল মোমেন বলেন, ‘ওই সম্মেলনে যোগ দিয়েছিলাম আমি। বাংলাদেশ সরকার থেকে চার সদস্যের প্রতিনিধি যোগ দেন। তবে প্রিয় সাহা সেখানে সরকারের প্রতিনিধি হয়ে যোগ দেননি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রিয় সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এলে তাঁকে গ্রেপ্তার বা মামলার পরিকল্পনা সরকারের আছে কি না, সেটা মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলস আমার কাছে জানতে চেয়েছিলেন। আমি তাঁকে বলেছি, প্রিয় সাহাকে গ্রেপ্তারের পরিকল্পনা আমাদের নেই। আমরা তাঁর বিরুদ্ধে মামলাও করতে চাই না। আমরা তাঁকে নিরাপত্তা দিতেও প্রস্তুত।’

প্রিয় সাহা কীভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে অভিযোগ করছেন, তা নিয়ে সরকার খোঁজ নিতে শুরু করেছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে নির্ধারিত অফিস সময়ের পর পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে আলোচনা করেছেন। আলোচনা নিয়ে জানতে চাইলে এই প্রতিবেদকের কাছে আর্ল মিলার কোনো মন্তব্য করতে অপারগতা জানান।

তবে বৈঠক সূত্রে জানা গেছে, প্রিয় সাহার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন আর্ল মিলার। বাংলাদেশ হিন্দু ,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সাংগঠনিক সম্পাদক প্রিয় সাহাকে কারা মার্কিন প্রেসিডেন্টের দপ্তরে নিয়ে গেলেন এবং কীভাবে গেলেন, বিষয়টি গতকাল আলোচনা হয়েছে কি না? জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র বিস্তারিত কিছু বলতে অপারগতা প্রকাশ করে।