ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত

ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।তিনি ক্যান্সারের চতুর্থ পর্যায়ে (স্টেজ-৪) রয়েছেন।

সঞ্জয় দত্তের এক বন্ধু গণমাধ্যমকে জানিয়েছেন, সঞ্জয় দত্তের শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসা নিতে খুব দ্রুতই তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হবে। ক্যান্সারের এই পর্যায়েও সঠিক চিকিৎসা করলে সেরে উঠা যায়। আপাতত সেটাই আশা করা হচ্ছে যে সুস্থ হয়ে উঠবেন সঞ্জয়।

অভিনেতা সঞ্জয় দত্ত ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এই খবর প্রকাশ্যে আসতেই বিষাদের ছায়া নেমে এসেছে বলিউডে৷ ভক্তরাও সোশাল মিডিয়ায় প্রার্থনা জানিয়েছেন প্রিয় অভিনেতার জন্য।
ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে বেশ ভেঙে পড়েছেন সঞ্জয় দত্তও। এই খারাপ সময়ে তিনি পাশে পাচ্ছেন না তার স্ত্রী-সন্তানদের। তারা করোনার কারণে বর্তমানে দুবাইয়ে আটকে আছেন।

কদিন আগেই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের দাপুটে অভিনেতা সঞ্জয় দত্ত। সুস্থ হয়ে গত ১০ই আগস্ট বাড়িতে ফিরেছিলেন তিনি।