বাবু সাহেব বাড়ি

বাবু সাহেব বাড়ি

আবু জাফর

বাবু সাহেব বাড়ি

               আবু জাফর

বাবু সহেবের বাড়ির প্রাচীরে

 হরেক আলোর বাতি।

 স্বমহিমায় সকাল-সাঝেঁ জ্বলছে-নিভছে দেখি!

১৪ বিঘার এমন বাড়ি

 ১৪ শহরেও নাই।

 মালিকানা নিয়ে

 চাচা-ভাতিজা কবরে আজ তাই।

দাদীর গল্পে বরাবরই ছিল

 বাবু সাহেবে বাড়ি।

এই বাড়ি দেখে দাদীর বাবা

 বিয়ে দিয়েছিল শুনি।

দশ গ্রামের গন্য-মান্য

জমতো সবাই রাতে।

সবার কথার শেষে বাবু

 সমাধান দিত তবে!

ঠাঁয় দাঁড়িয়ে বাবুর প্রাসাদ

 কেউ ঘেঁষেনা আজ।

 সকাল থেকে বিকেল গড়ায়

 ভুতুড়ে ভুতুড়ে সাজ।

দাদীর করা গল্প গুলো

 শুধুই ইতিহাস রবে।

নতুন নতুন নিয়ে গল্প

 আজব দুনিয়া আছে!

কবি: শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।