ঝিনাইদহে অতিরিক্ত জেলা প্রশাসকসহ নতুন আরো ৪৭ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহে অতিরিক্ত জেলা প্রশাসকসহ নতুন আরো ৪৭ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. প্রসেনজিৎ কুমার বিশ্বাস পার্থ এ তথ্য নিশ্চিত করেন।

মাঝে কিছুদিন ঝিনাইদহে করোনা রোগীর সংখ্যা  হ্রাস পেলেও এ সংখ্যা আবার উর্দ্ধমুখী। গত ২৪ ঘন্টায় এ জেলায় ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজাসহ নতুন করে আরও ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. প্রসেনজিৎ কুমার বিশ্বাস পার্থ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৬০ জনে দাঁড়াল এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৬ জন, শৈলকুপা উপজেলায় ৯ জন, হরিণাকুন্ডু উপজেলায় ১ জন এবং মহেশপুর উপজেলায় ১ জন রয়েছেন।

মানুষ স্বাস্থ্যবিধি মানছে না বলে জেলায় করোনাভারাসের সংক্রমণ বেড়ে যাচ্ছে বলে জেলা প্রশাসক সরোজ কুমার নাখ জানান।

তিনি আক্ষেপ করে এ প্রতিনিধিকে বলেন, “বারবার সতর্ক করা হলেও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। নিরাপদ দূরত্ব বিধির তোয়াক্কা করছে না; এমনকি মাস্কও ব্যবহার করছে না। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হচ্ছে। কিন্তু লোকজন কোনো কিছুতেই পরোয়া করছে না।”