জন্মদিনে হাসপাতালে ফারুক

জন্মদিনে হাসপাতালে ফারুক

আকবর হোসেন পাঠান ফারুক

আজকে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের জন্মদিন। কিন্ত জন্মদিনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শরীরে ভীষণ জ্বর।

ফারুক বলেন, প্রচণ্ড জ্বর নিয়ে গত রবিবার হাসপাতালে ভর্তি হয়েছি। জ্বর কমছে না।  দুবার করোনা টেস্ট করা হয়েছে। ফল নেগেটিভ এসেছে। সবাই দোয়া করবেন আমার জন্য।

এদিকে হাসপাতালের বিছানায় শুয়েও জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। যদিও নিজের জন্মদিন পালন করেন না এ নায়ক। এই মাসে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে বলেই জন্মদিন পালন করেন না তিনি।

ফারুক ১৮ আগস্ট ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক হয়। আবার তোরা মানুষ হ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাই-সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
‘লাঠিয়াল’ ছবির জন্য তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। আর ২০১৬ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন। তিনি ২০১৮ সাল থেকে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন।