কণ্ঠস্বরে কোভিড-১৯ পরীক্ষা, ৩০ সেকেন্ডে ফলাফল!

কণ্ঠস্বরে কোভিড-১৯ পরীক্ষা, ৩০ সেকেন্ডে ফলাফল!

মাত্র ৩০ সেকেন্ডেই করোনা পরীক্ষার নির্ভুল ফলাফল জানাতে সক্ষম এই প্রযুক্তি। ছবি: প্রতীকী।

বিশ্বে করোনাভাইরাস এখন মহামারি আকার ধারণ করেছে। ওয়াল্ডমিটারের তথ্যমতে এখন পর্যন্ত (২২ আগস্ট) বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৭ লাখ ৩ হার মানুষ। কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরী ইতোমধ্যে অনেক দেশের বিজ্ঞানীরা অনেকটা সফলতার দিকে এগিয়েছে। আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যে বাজারে চলে আসবে করোনা ভ্যাকসিন।

করোনা পরীক্ষায় অনেক জটিলাতা লক্ষ করা গেছে। এবার আর থাকছে না সেই জটিলাতা। ৩০ সেকেন্ডেই জানা যাবে করোনা পরীক্ষা ফলাফল। কণ্ঠস্বরই বলে দিবে আপনার করোনা হয়েছে কিনা।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পর ভারতে প্রথমবারের মত কন্ঠস্বরের ভিত্তিতে করোনা পরীক্ষা হতে চলেছে। দেশেটির বাণিজ্য নগরী মুম্বইয়ের পৌরসভা(বিএমসি) এর উদ্যোগে প্রায় ১,০০০ মানুষের উপর পরীক্ষামূলক ভাবে এই কণ্ঠস্বর ভিত্তিক করোনা পরীক্ষা করা হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি-নির্ভর অ্যাপ ভিত্তিক করোনা পরীক্ষা দেশেটি প্রথম। বিএসসি এর অতিরিক্ত কমিশনার সুরেশ কাকানি জানান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রে এই প্রযুক্তি ব্যবহার করে করোনা পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিক ভাবে যাঁদের কণ্ঠস্বর পরীক্ষা করা হবে তাঁদের আরটি-পিসিআর বা শ্লেষ্মার নমুনাও সংগ্রহ করা হবে। উভয় পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এই কণ্ঠস্বর ভিত্তিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি করোনা পরীক্ষার ক্ষেত্রে কতটা নির্ভুল, তা মূল্যায়ন করা হবে।

জানা গেছে, সফটওয়্যার ভিত্তিক এই পরীক্ষার ক্ষেত্রে কণ্ঠস্বর রেকর্ড হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই ফলাফল জানা যাবে। ইসরাইল ও যুক্তরাস্ট্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-নির্ভর অ্যাপ ভিত্তিক করোনা পরীক্ষায় প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রে নির্ভুল ভাবে ফলাফল জানাতে সক্ষম হয়েছে। আপাতত এই পরীক্ষা একেবারে বিনামূল্যেই করাবে বিএমসি। পরীক্ষার ফলাফল নির্ভুল হলে ভবিষ্যতে বৃহত্তর ক্ষেত্রে এই পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার করা যাবে।

সূত্র: জি নিউজ।