বাইডেন ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

বাইডেন ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তর্ক-বিতর্ক চলছেই। ইতোমধ্যে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেছেন দ্বিতীয় মেয়াদ প্রত্যাশী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের দক্ষিণ লনে দলের জাতীয় সম্মেলনে মনোনয়নগ্রহণ শেষে ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে।

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন গ্রহণ করেই ট্রাম্প একের পর এক আক্রমণ করেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনকে। ভোটের লড়াইয়ে বাইডেনকে ‘দুর্বল’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, বাইডেন ক্ষমতায় এলে ক্ষুণ্ন হবে যুক্তরাষ্ট্রের মহত্ব। ভেঙে চুরমার হয়ে যাবে যুক্তরাষ্ট্রের সব স্বপ্ন। 

সূত্র: বিবিসি