মায়ের হাসি

মায়ের হাসি

ছবি: হাসনাত জাহান সিফাত

হাসনাত জাহান সিফাত

এ দেশ এ মাটিতে

মা গিয়েছে মিশে

তাই বলে কী মায়ের হাসি

একটি ধানের শিশে।

বকুল ডালে মুখ লুকিয়ে

একটি পাখি ডাকে

সবুজ ঘাসের শিশির কণা

যায় ছুটে যায় নদীর বাকে।

বৃক্ষ ভরা সবুজ বনে

সবুজ আগুন জলে

মায়ের হাসি এ সবুজে

দোয়েল সে কথা বলে।

মায়ের শাড়ির সবুজ নিলো

বৃক্ষে ভরা সবুজ বন

নীল নিলো আকাশের ঐ চূড়ো

তাই দেখে কী উদাস কবির মন!

শিক্ষার্থী,

ফাযিলপুর ওয়ালিয়া ডিগ্রি মাদ্রাসা।

ফেনী সদর,ফেনী।