ভৌগোলিক অখণ্ডতায় ইরান কারো সাথে আপোশ করবে না: জারিফ

ভৌগোলিক অখণ্ডতায়  ইরান কারো সাথে আপোশ করবে না: জারিফ

ছবি সংগৃহিত।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ভৌগোলিক অখণ্ডতা ও সমুদ্রসীমা নিয়ে তার দেশ কারো সঙ্গে আপোশ করবে না। ইরানের জাতীয় সংসদ মজলিশে শূরার উন্মুক্ত অধিবেশনে গতকাল (সোমবার) তিনি একথা বলেন। এ সময় কাস্পিয়ান সাগরের কথাও উঠে আসে। জারিফ বলেন, যখন ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও পানিসীমার প্রশ্ন আসবে তখন ৪০ বছরে ইরান যে সম্মান অর্জন করেছে তা নিয়ে কারো সঙ্গে আলোচনা করবে না; বর্তমান প্রশাসন এ বিষয়ে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তবে জাতীয় সংসদ এ বিষয়ে চূড়ান্ত কথা বলবে।   

জাওয়াদ জারিফ বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইরানের কূটনৈতিকযন্ত্র কাস্পিয়ান সাগরে ইরানের স্বার্থ রক্ষার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। তিনি বলেন, যদিও এই আলোচনা কঠিন ছিল তবু ইরানের পক্ষ থেকে সবসময় নিজেদের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে।জাওয়াদ জারিফ বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে বিভিন্ন রাজা-বাদশাহর আমলে ইরান তার ভূখণ্ড হারিয়েছে কিন্তু ইসলামি বিপ্লবের পর ইরাকের মাধ্যমে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া এবং ব্যাপক চাপ সৃষ্টির পরও গত ৪০ বছরে ইরান এক বিঘত ভূমি হারায় নি। এটি ইরানের নেতৃত্ব ও জনগণের জন্য বিরাট সম্মান।