নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ফাইল ছবি

টুইটার নিশ্চিত করেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ত্রাণের জন্য সহায়তা দিতে ফলোয়ারদের প্রতি আহবান জানিয়ে মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি টুইট করা হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলে এই সহায়তা দেবার জন্য ফলোয়ারদের বলা হয়েছিল।

টুইটার জানিয়েছে, তারা এই ধরণের কর্মকাণ্ড নিয়ে অবহিত এবং মোদির টুইটার অ্যাকাউন্ট নিরাপদ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

গত জুলাই মাসে বিশ্বজুড়ে সুপরিচিত বেশ কয়েকজন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হবার পরে মোদির অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনা ঘটল।

জুলাই মাসে যাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন এবং টেক বিলিয়নিয়ার এলন মাস্ক।

টুইটারের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক হবার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পরে মোদির অ্যাকাউন্ট থেকে এসব টু্‌ইট সরিয়ে নেয়া হয়েছে।
সূত্র : বিবিসি