ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত

ছবি সংগৃহিত।

ইয়েমেনের বন্দর নগরী এডেনে সামরিক কুচকাওয়াজে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে নিরাপত্তা ও চিকিৎসা সূত্র জানিয়েছে। সরকার নিয়ন্ত্রিত দ্বিতীয় এ শহরটিতে হামলার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।

দেশটির আন্তর্জাতিক সমর্থিত সরকারের পক্ষে ২০১৫ সাল থেকে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।-খবর রয়টার্স ও আরব নিউজের বছর চারেক আগে রাজধানী সানা থেকে বিতাড়িত হওয়ার পর এই নগরীতে সরকারি প্রধান কার্যালয়গুলো স্থাপন করা হয়েছে।

হুতি বিদ্রোহীদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, তারা সামরিক কুচকাওয়াজে মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সশস্ত্র ড্রোন হামলা চালিয়েছে।হুতি বিদ্রোহীরা জানায়, তাদের নিয়ন্ত্রিত প্রদেশের হামলা চালাতে সরকারি বাহিনী প্রস্তুতি নিচ্ছিল। তাইজ ও ডালেয়ার দিকে অগ্রসর হওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছিল ওই কুচকাওয়াজ থেকে।