এখন হয় না তো আর!

এখন হয় না তো আর!

মু. হাসনাত জাহান

মু. হাসনাত জাহান-

এখন হয়নাতো আর
লুকিয়ে বাড়ি থেকে
বেরিয়ে যাওয়া তার
ক্রিকেট খেলে
করতে বিকেলটা পার।

এখন আর কেউতো
কানামাছি ভোঁ ভোঁ খেলেনা
লুকুচোরি খেলা সেই
শৈশব কী আর ফিরবেনা?

সকাল বেলা মক্তবে যাওয়াটা 
কিছুতেই কী আসবেনা?
রোদ্দুর মাখা সেই শৈশব
আর কী মিলবেনা?

দূরন্ত সেই কৈশোর 
আসবেনা কী আর ফিরে
ফিরে কী আসবেনা? 
আমার জীবনের তীরে।  

কাবাডি খেলা সেই
সোনালী বিকালটা
পাবোনা কী আর ফিরে?
সাথে দূরন্ত সেই কৈশোরটা।

এখন আর হয়নাতো 
সেই লাঠিম খেলা
ফিরে কী আসবেনা?
লাঠিম ঘুরানো সেই সকাল বেলা।

আমার প্রিয় খেলা
ছিলো যে ডাংগুলি
আসবেনা কী আর ফিরে?
হারানো সেই দিনগুলি। 

যাবো নাকি আর?
রেল গাড়িতে চড়ে
নানার বাড়িতে
নতুন জামা পড়ে।

সেই আপন গাঁয়ে
আর কী ফিরবোনা?
সেই মেঠোপথে
আর কী হাঁটবোনা?

কবি: মু. হাসনাত জাহান,
নাঙ্গলকোট, কুমিল্লা।