সাধারণ !!

সাধারণ !!

মোঃ আলামীন হোসাইন

মোঃ আলামীন হোসাইন

আমি সাধারণ 
তাই আমি মুক্ত বাতাস,  
শত্রু আমার থেকে মুক্ত 

আমি বন্ধু মহল 
যেখানে সেই ভীড় জমায় 
আমাকে অতিরঞ্জিত হতে হয় না,
কারন আমি অতি সাধারণ

আমাকে রোমান্টিক গল্পেও ভালো মানায়
আমাকে বন্ধু মহলের নীরব স্রোত ধারায় ভালো মানায়,,

আবার নতুন গল্পে আমি কোন এক দর্শক, 
আমি মদ-গাজা, সিগারেটের ধোঁয়া উড়াই না 
তবে আমি সিগারেটের ধোয়াের গন্ধ পাই।

আমি একাত্তোরের স্বাধীন 
তাই মুক্ত কলমটা আমায়।

আমি কখনো নীরবতার মাঝে কলরব।। 

আমি নিতান্তই সাধারণ
তাই,  কে মদ -গাজা, সিগারেটের ধোঁয়া উড়ায়, 
কার হাতটা কালো, চোখটা লাল 
সবকিছু আমি মুক্ত কলমে লিখতে পারি না 

আমিতো অতি সাধারণ 
আমার কাছে কেউ শব্দ দূষণ  কাম্য করে না। 
তবে আমি নির্বাক নই।

কবি: শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
ঢাকা কলেজ, ঢাকা।