নরসিংদিতে ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ

নরসিংদিতে ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ

বালুবোঝাই ট্রাক ব্রিজ পার হওয়ার সময় নিজে পড়ে যায়।

নরসিংদীর রায়পুরা-রাধাগঞ্জ সড়কের শেরপুর মাস্টারবাড়ি এলাকায় বালুবোঝাই ট্রাকসহ একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে পড়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারী অক্ষত আছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রিজ ভেঙে পড়ায় রায়পুরা উপজেলা সদরের সঙ্গে ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রিজটির দুই পাশে আটকে পড়েছে ছোট-বড় অনেক যানবাহন। যাত্রী ও চালকরা পড়েছেন চরম দুর্ভোগে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন আদিয়াবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম। দুর্ঘটনার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এলজিইডি প্রকৌশলীকে ফোনে অবহিত করেছেন বলে জানান তিনি।

আদিয়াবাদ ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম জানান, ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রাকের ভারে ভেঙে পড়েছে। প্যানেল চেয়ারম্যান হওয়ার পর কয়েকবার ব্রিজের পাশে সর্তকীকরণ সাইনবোর্ড টাঙিয়েছি। ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা মাটি পরীক্ষা সম্পন্ন করেছেন।