করোনায় ভারতে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু

করোনায় ভারতে একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু

প্রতীকী ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরা বিপর্যস্ত গোটা বিশ্ব । প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি ক্রমশই যেন হাতের বাইরে চলে যাচ্ছে।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ঘন্টায়   ১ হাজার ২৯০ জন মারা গেছেন, যা একদিনে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৮২ হাজার ৬৬ জন।

বুধবার ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ১২৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০ লাখ ২০ হাজার ৩৫৯। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৪২ হাজার ৩৬০ জন। এর মধ্যে একই সময়ে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯৬১ জন। সুস্থতার হার ৭৮ দশমিক ২৮ শতাংশ।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যা, আসাম ও গুজরাট।