সেন্টমার্টিনে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭

সেন্টমার্টিনে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ৭

ইয়াবাসহ আটকরা।

সেন্টমার্টিনে বঙ্গোপসাগর থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় একটি কাঠের ট্রলার জব্দ করা হয়।

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য নিশ্চত করেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক বিএন।

তিনি জানান, ভোরে মিয়ানমার থেকে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় কোস্টগার্ড।  পরে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হকের নেতৃত্বে একটি দল সাগরে অবস্থান নেয়ার কিছুক্ষণ পর একটি ট্রলার আসতে দেখলে থামানোর সংকেত দেয় কোস্টগার্ড। পাচারকারীরা সংকেত না মেনে পালিয়ে যাওয়ার সময় কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া দিয়ে একটি ট্রলার এবং এক রোহিঙ্গা ও ৬ বাংলাদেশিকে আটক করে। এসময় ট্রলার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকাসহ আটক ৭ পাচারকারীর বিরুদ্ধে মামলা করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।