কুষ্টিয়াতে লক্ষাধিক নকল বিড়ি জব্দ

কুষ্টিয়াতে লক্ষাধিক নকল বিড়ি জব্দ

কাস্টমস কর্মকর্তাদের হাতে জব্দ নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি।

কুষ্টিয়ায় দুটি স্থানে অভিযান চালিয়ে লক্ষাধিক নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ করেছে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া-২। 

রবিবার (২০ সেপ্টেম্বর) কুষ্টিয়ার আল্লাহ দরগা গাছেরদেড় ও টালটরিপাড়া এলাকা থেকে সকল বিড়ি জ্বদ করা হয়।  

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার গাছেরদেড় ও টালটরিপাড়া এলাকা অভিযান পরিচালনা করে কুষ্টিয়া কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া-২ (ভেড়ামারা)। এসময় সেখান থেকে লক্ষাধিক নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, স্টার বিড়ি, দেওয়ান বিড়ি, চাষী বিড়ি জব্দ করা হয়। এর সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

কুষ্টিয়া কাস্টমস সূত্রে জানা গেছে, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এসব নকল বিড়ি উৎপান করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। এর থেকে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে যে সকল চক্র নকল বিড়ি উৎপাদন এবং পরিবহণ করবে তাদের বিরুদ্ধে কাস্টমস সর্বদা তৎপর রয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট-২ কর্মকর্তা।