আদ্-দ্বীন মেডিকেল কলেজে ডেঙ্গুর আধুনিক চিকিৎসা ব্যবস্থা বিষয়ে সেমিনার

আদ্-দ্বীন মেডিকেল কলেজে ডেঙ্গুর আধুনিক চিকিৎসা ব্যবস্থা বিষয়ে সেমিনার

নিজস্ব প্রতিনিধি

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ডেঙ্গুর আধুনিক চিকিৎসা ব্যবস্থা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) সকাল ৮টায় রাজধানী মগবাজার অবস্থিত হাসপাতালের জাতীয় অধ্যাপক ইব্রাহীম লেকচারার থিয়েটারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা: মানবেন্দ্র নাথ নাগের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা: মো: আফিকুর রহমান। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: রিচমন্ড রোনাল্ড গমেজ। 
সেমিনারে বক্তব্য প্রদান করেন শিশু বিভাগের প্রধান প্রফেসর ডা: এবিএম লুৎফুল কবীরসহ বিভিন্ন বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা: আশরাফ-উজ-জামান, প্রফেসর ডা: হোসনে আরা খাতুন, প্রফেসর ডা: মাহমুদা হাসান প্রমুখ। সেমিনারে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

সেমিনারে মূল বক্তা ডা: রিচমন্ড রোনাল্ড গমেজ ডেঙ্গুর আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তথ্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা: আফিকুর রহমান বলেন,“ডেঙ্গু বর্তমান বাংলাদেশে একটি জাতীয় দুর্যোগ। সচেতনতাই ডেঙ্গুজ¦র প্রতিরোধের প্রধান উপায়। প্রত্যেকে বাড়ির আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখলে অল্প দিনেই দেশ ডেঙ্গুমুক্ত করা সম্ভব।”
তিনি আরো বলেন,‘ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দিতে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ সেবা দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানা তিনি।’