ইতিহাস বিকৃতির অভিযোগ : তারানাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা খারিজ

ইতিহাস বিকৃতির অভিযোগ : তারানাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা খারিজ

তারানা হালিম

ইতিহাস বিকৃতির অভিযোগ এনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট  সভাপতি এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার দ্বিতীয় জ্যেষ্ঠ সহকারী জজ মো. আশিকুজ্জামানের আদালত এ মামলা খারিজ করে দেন।

এর আগে গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একটি নাটকে নেতিবাচকভাবে উপস্থানের অভিযোগে একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ বাদী হয়ে মামলাটি করেন। পরে আদালত মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে আজ মঙ্গলবার শুনানি জন্য রাখেন। মামলার অন্য আসামিরা হলেন নাট্যকার মান্নান হীরা, অভিনেতা সাজু খাদেম, নোয়াখালী-২ আসনের এমপি ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম এবং তথ্য মন্ত্রণালয়ের সচিব।