মেসির সঙ্গে লা লিগায় ম্যাচে খেলার স্বপ্ন ছিল: আনসু ফাতি

মেসির সঙ্গে লা লিগায় ম্যাচে খেলার স্বপ্ন ছিল: আনসু ফাতি

রবিবার দ্বিতীয় গোল করার পরে উচ্ছ্বসিত ফাতি। এএফপি

সপ্তাহ খানেক আগেও তিনি বার্সেলোনায় চলতি মৌসুমে খেলবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বার্সার রাজপুত্র লিওনেল মেসি। কিন্তু সে সব এখন অতীত। বার্সার এ বারের লা লিগা অভিযান শুরু হতেই ফের গোলের মধ্যে এল এম টেন। তবে রোনাল্ড কোমানের প্রশিক্ষণে লা লিগার প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের বিরুদ্ধে মেসির সেই গোল এসেছে প্রথমার্ধে পেনাল্টি থেকে।

বার্সেলোনার এই ৪-০ জয়ের ম্যাচে অবশ্য নায়ক মেসি নন। আনসু ফাতি। গতিময় ফুটবল খেলে ও জোড়া গোল করে মাঠ ছাড়লেন তিনি। বার্সার অপর গোলটি এসেছে বিপক্ষের পও তোরেস আত্মঘাতী গোল করায়।

আগামী বছর চুক্তি শেষ হলে মেসি যদি বার্সেলোনা ছেড়ে যান, বিকল্প হিসেবে ১৭ বছরের  আনসু ফাতিই আপাতত স্বপ্ন দেখাতে শুরু করেছেন সমর্থকেদের। প্রথম ২০ মিনিটেই দু’গোল করে ফেলেন তিনি। যদিও মেসি তাঁর সতীর্থকে হ্যাটট্রিক থেকে বঞ্চিত করেন পেনাল্টিতে গোল করে। ম্যাচের বয়স তখন ৩৫ মিনিট। ফাতির এই দুরন্ত ফুটবল নিয়ে উচ্ছ্বসিত সতীর্থ সের্খিয়ো বুস্কেৎস। ফাতি সম্পর্কে উচ্ছ্বসিত বার্সা তারকা বলেছেন, ‘‘আমাদের এখন শান্ত থাকতে হবে। জানি, ও কী রকম দুরন্ত প্রতিভা। ফাতিকে ঠান্ডা মাথায় ফুটবল খেলতে দিতে হবে এখন।’’

ম্যাচের পরে স্পেনের সংবাদমাধ্যমকে বার্সার নতুন নায়ক ফাতি বলছেন, ‘‘যা সুযোগ আসবে, তার প্রতিটিই কাজে লাগাতে চাই। তা ছাড়া, আমি একজন স্ট্রাইকার। যারা একটা গোল করলে আরও গোল করার জন্য পাগল হয়ে ওঠে। জর্ডি আলবা দারুণ সব পাস বাড়ানোয় গোল করা সহজ হয়েছে।’’ মেসি তাঁকে সৌজন্য দেখিয়ে পেনাল্টি মারতে না দিয়ে হ্যাটট্রিক করতে না দেওয়ায় দুঃখ নেই তাঁর। বরং লা লিগায় মেসির সঙ্গে খেলতে পেরে আপ্লুত ফাতি। তিনি বলেছেন, ‘‘মেসির সঙ্গে লা লিগায় মৌসুমে প্রথম ম্যাচে খেলার একটা স্বপ্ন ছিল। তা আজ পূর্ণ হল।’’