পাবনায় ভিটামিন এ প্লাস ৩.৮৭ লক্ষ শিশুকে খাওয়ানোর টার্গেট

পাবনায় ভিটামিন এ প্লাস ৩.৮৭ লক্ষ শিশুকে খাওয়ানোর টার্গেট

পাবনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- ২০২০ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা।

পাবনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- ২০২০ উপলক্ষ্যে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন অফিসের কনফারেন্স হলে এ কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবালের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ খায়রুল কবীর।

বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ আবু জাফর, জেলা সিনিয়র তথ্য অফিসার ফরহাদ হোসেন, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, মাছরাঙ্গা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মীর্জা, জেলা ইপিআই সুপারভাইজার রবিউল আলম, দৈনিক সকালের সময় পাবনা প্রতিনিধি এম মাহফুজ আলম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ।

সিভিল সার্জন জানান, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৮৭ হাজার ২৬৭ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় জেলায় মোট ১,৯২৫ টি টিকাদান কেন্দ্রে মাঠকর্মী, সেচ্ছাসেবক ও ১ম সারির তদারককারী হিসেবে ৪,৮০৩ জন কাজ বরবেন। স্বাস্থ্যবিধি মেনে শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এক্ষেত্রে শিশু ও অভিভাবকদের অবশ্যই মাস্ক পরিধান করে টিকাকেন্দ্রে আসতে অনুরোধ করা হয়েছে। মাস্ক ব্যতিত কেউ টিকাদান কেন্দ্রে আসলে তাদের টিকা খাওয়ানো হবে না। এ ব্যাপারে সিভিল সার্জন সাংবাদিকদের সহযোগিতা চান। 

ক্যাম্পেইনে টিকাকেন্দ্র সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপী চলবে।

ওরিয়েন্টেশনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।