রুখে দাঁড়াও ধর্ষকের বিরুদ্ধে

রুখে দাঁড়াও ধর্ষকের বিরুদ্ধে

মোঃ শিমুল হোসেন

দিনে দিনে ধর্ষকের দল হচ্ছে যেন ভারি

বাড়ছে সমাজের বোঝা ধর্ষিতার সারি

শিশু, যুবতি, বৃদ্ধা যেথা তোরা পাস

গায়ের জোরে মনের তৃপ্তি মেটাস

 

সোনার দেশে জানোয়ারদের হামলা চলবে আর কত?

তোদের ঘরেও আছে মা-বোন, বউ মনে আছে তো?

মিটাতে তোদের হিংস্র  জৈবিক ক্ষুধা

মা-বোনের সম্ভ্রম কেড়ে নিচ্ছিস সদা।

 

আপামর বাঙালি আজ  বিভক্ত ধর্ষক আর দর্শকে

আইন সে-তো নাগালের বাইরে ধর্ষণ কে রুখে? 

নারী যেন হয়ে গেছে বিলাসিতার হাতিয়ার 

ব্যবহার করছে খুশিতে যখন ইচ্ছা যার।

 

চোখের সামনে প্রতিদিনই আসছে ধর্ষিতার আহাজারি 

মা-বোন, বউ ধর্ষিত হলে কার আবারি।

ধর্ষণ ধামাচাপা দিতে  করছিস হত্যা 

লুকানোর চেষ্টা করছিস তার সত্তা।

 

মনে রাখিস হায়েনার দল পাবি না পাড়ি 

সৃষ্টিকর্তা দিবেনা তোদের পাপ ছাড়ি

তিলে তিলে হবে তোদের বিচার 

অন্যায় পায়না মুক্তি হয় প্রতিকার। 

 

অন্যায় যে করে আর যে সহে সমান অপরাধী

আর কত চুপ থাকবে? জেগে ওঠ এবার  জাতি।

ধর্ষকের বিরুদ্ধে দাঁড়াও সবাই রুখে 

ধর্ষকের ঠাঁই নেই বাংলার বুকে।

 

লেখক: মোঃ শিমুল হোসেন 

শিক্ষার্থী, ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ,

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।