সাপে কেটে ইবি শিক্ষার্থীর মৃত্যু

সাপে কেটে ইবি শিক্ষার্থীর মৃত্যু

রাসেল হোসেন

সাপের কাঁমড়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রাসেল হোসেন(২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও ঝিনাইদহের শৈলকুপার উপজেলার শেখপাড়া গ্রামের আমজাদ মোল্লার ছেলে। আজ সকাল ১০টায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ও সহপাঠী সুত্রে জানা যায়, শনিবার রাতে নিজ কক্ষে ঘুমন্ত অবস্থায় রাসেলের ডান হাতের কনুইয়ের নিচে সাপে কাঁমড় দেয়। পরে আনুমানিক রাত ৪টার দিকে সে ঘুম থেকে জেগে উঠে হাত থেকে রক্ত ঝড়তে দেখে। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাঁড়ফুক করা হয়। সকালের দিকে তাঁর শরীরের অবস্থার অবনতি হলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম বলেন, 'রাসেলের এমন মৃত্যু খুবই দুঃখজনক। আমরা জানার পর থেকেই খোঁজ রাখছি। সেইসাথে একটি ভার্চুয়াল দোয়া অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।'