রিকশা চালক যখন রোবট!

রিকশা চালক যখন রোবট!

একটি রিক্সা অনায়াসে যাত্রীসহ টেনে নিয়ে যাচ্ছে রোবট।

রিকশার টুংটাং ছন্দ কে না ভালোবাসে? ঢাকার অলিগলিতেও কেমন অনায়াসে ঢুকে পড়ে তিন চাকার এই যান। কিন্তু ভাবুন তো, এতদিনের চিরচেনা রিকশার চালকের আসনে একজন চারপেয়ে রোবট? এমনই এক বিচিত্র রোবট কুকুরের দেখা মিলল সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিক ভাবেই এমন ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। অবশ্য ভিডিওটি পুরনো। গত ফেব্রুয়ারির। তখন থেকেই ভুবনগ্রামে ঘুরে বেড়াচ্ছে এটি। কিন্তু তা নতুন করে ভাইরাল হল আইএএস অফিসার সুপ্রিয়া সাহু সেটি শেয়ার করার পর।

ওই ব্যক্তির নাম অ্যাডাম স্যাভেজ। তিনি মার্কিন স্পেশ্যাল এফেক্সটস ডিজাইনার ও টিভি ব্যক্তিত্ব। রোবটটিকে তৈরি করেছে মার্কিন ইঞ্জিনিয়ারিং ও রোবটিক্স ডিজাইন সংস্থা ‘বোস্টন ডায়নামিক্স’। সংস্থার ওয়েবসাইটের বক্তব্য, রাস্তা দিয়ে রীতিমতো চমৎকার গতিতে চলতে পারে এই রোবট কুকুর। অনেকেই নানা মজার মন্তব্য করেছেন এভাবে কল্পবিজ্ঞানের কল্পনাকে চোখের সামনে সত্যি হয়ে ফুটে উঠতে দেখে। এক নেটিজেন যেমন মন্তব্য করেছেন, ‘‘অপেক্ষায় রয়েছি কবে এমন রোবটের নকশা তৈরি করা হবে, যেটি আমার হয়ে অফিসে যেতে পারবে!’’