নীলফামারীর নিজ গ্রামে রাকসুর নবনির্বাচিত ভিপি জাহিদকে সংবর্ধনা

নীলফামারীর নিজ গ্রামে রাকসুর নবনির্বাচিত ভিপি জাহিদকে সংবর্ধনা

সংগৃহীত

নীলফামারীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদকে গ্রামবাসী সংবর্ধনা দিয়েছে। এতে তাকে গ্রামবাসী ফুল দিয়ে বরণ করে নেয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরী এলাকায় গ্রামবাসী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। 

জানা যায়, দীর্ঘ ৩৫ বছর পর গত ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২৩টি পদের মধ্যে ২০টি পদে ছাত্রশিবির ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা জয়ী হয়। নির্বাচনে ভিপি পদে লড়েছিলেন নীলফামারীর মোস্তাকুর রহমান জাহিদ। গত রোববার শপথ গ্রহণ শেষে তিনি আজ গ্রামের নিজ বাড়িতে আসেন। সেখানে স্থানীয় স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময়ে রাকসু ভিপি জাহিদ বলেন, গ্রামবাসী আজকে আমার ধংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে এতে আমি অত্যন্ত খুশি। আমি সবসময়ই আমার এলাকাবাসীকে সহায়তা করার চেষ্টা করব তাদের পাশে থাকব। আমি এলাকাসহ আমার বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের সহায়তা করব। আল্লাহ তায়ালা যেন আমাকে সবার পাশে থাকার সুযোগ করে দেয় আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়।  

স্থানীয় বাসিন্দা মিজান বলেন, আমাদের এলাকার জাহিদ একটি বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে আমাদের জন্য সেটির গর্বের। আমরা সবসময়ই দোয়া করি জাহিদ যেন ভালো কিছু করেন। 

আরেক বাসিন্দা মতিউর রহমান বলেন, জাহিদ খুব ভালো ছেলে তিনি ভিপি নির্বাচিত হওয়ায় আমরা খুশি হয়েছি। 

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়েত ইসলামী নীলফামারী জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুর সাত্তার, জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফসহ জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।