বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কর্মীসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শনিবার দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ভাবিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ তৈবুর রহমান, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম হোসেন।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ছালেক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশাহ, উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু।

এছাড়া কর্মীসভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।