ব্যর্থতা সাময়িক, শিগগিরই দল ছন্দে ফিরবে: ফাহিম
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ হলেও বিষয়টিকে সাময়িক বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তার বিশ্বাস, খুব শিগগিরই বাংলাদেশ দল আগের ছন্দে ফিরে আসবে।
আজ (শনিবার) বিসিবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাহিম বলেন, “টি-টোয়েন্টিতে আমাদের ধারাবাহিক সাফল্যের ধারা কিছুটা থমকে গেছে। আমরা পরপর চারটি সিরিজ জিতেছিলাম। এবার সেই ধারায় কিছুটা ব্যত্যয় ঘটেছে, যা অবশ্যই হতাশার, তবে বিষয়টি মেনে নিতে হবে।”
তিনি বলেন, “দল যেভাবে ফর্মে ছিল, আমরা আরও ভালো পারফর্ম্যান্স আশা করেছিলাম। বিশেষ করে ব্যাটিংয়ে যে শক্তি আগে দেখিয়েছি, এবার সেটা দেখা যায়নি। জাকের আলি অনিক আর নুরুল হাসান সোহান ভালো ইনিংস খেলছিল, কিন্তু এবার সেই জায়গায় আমরা পিছিয়ে পড়েছি।”
ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের ঘাটতিও চোখে পড়েছে বলে মন্তব্য করেন ফাহিম। তার ভাষায়, “রান তাড়া করার সময় কিংবা বড় স্কোর গড়ার সুযোগ এলে আমরা তা কাজে লাগাতে পারিনি। আত্মবিশ্বাসের অভাবই এখানে বড় ভূমিকা রেখেছে।”
তবে এসব ব্যর্থতাকে নেতিবাচকভাবে দেখছেন না ফাহিম। বরং এটাকে উন্নতির সুযোগ হিসেবে দেখছেন তিনি। “প্রতি ম্যাচে ভালো পারফর্ম করা সম্ভব নয়। কখনো ভালো হয়, কখনো হয় না—এটা বোঝার মানসিকতা থাকতে হবে। সময়ের সঙ্গে দল আবার আত্মবিশ্বাস ফিরে পাবে,” বলেন বিসিবির এই কর্মকর্তা।